স্টাফ রিপোর্টার :
চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জরিপে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাটাগরিতে ২০১৯ সালে বাংলাদেশের সকল হাসপাতালের মধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর ২য় স্থান অধিকার করায় উক্ত হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীসহ সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম, এমপি।
গতকাল সকালে ঢাকার সোনারগাঁও হোটেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় স্বাস্থ্য ও পবিবার কল্যাণ মন্ত্রী জনাব জাহিদ মালেক, এমপি’র হাত থেকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুরের পক্ষে Health Minister’s National Award 2019 গ্রহণ করেন উক্ত হাসপাতালের পরিচালক জনাব ডাঃ নির্মল চন্দ্র দাস।