আব্দুর রাজ্জাক :
দিনাজপুর শহরের পাশদিয়ে বয়ে যাওয়া পুনর্ভবা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় পানিবন্দি হয়ে আছে এখনও হীরাহারসহ আশপাশের মানুষ। পানিবন্দি মানুষেরা পাশ্ববর্তী উঁচু এলাকা ও বাঁধে আশ্রয় নিয়েছে। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছেন পানিবন্দী মানুষেরা।
গত কয়েকদিনের টানা বর্ষণে পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া, লালবাগ, রাজাপাড়ার ঘাট, মাঝাডাঙ্গা, বাঙ্গীবেচা ব্রীজ এলাকা, হীরাহার, নতুনপাড়ার প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফলে এসব এলাকাগুলোতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। তবে তিন-চারদিন বৃষ্টি না হওয়ায় শহরের বালুয়াডাঙ্গা, হঠাৎপাড়া এলাকার পানি শুকিয়ে গেছে।
হুইপ ইকবালুর রহিম এমপি এর নির্দেশনায় দিনাজপুর শহরের পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। তবে পানিবন্দী মানুষগুলোর পাশে দাড়াতে বিভিন্ন সামাজিক, আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন দিনাজপুরের সুশীল সমাজ।
পানিবন্দী হীরাহার এলাকার বাসিন্দা পঞ্চাশোর্ধ মোকসেদ আলী বলেন, করোনা চলছে, কর্মহীন হয়ে বাসায় পড়ে আছি। তার উপর পানিবন্দী। এ অবস্থায় পরিবারের খাবার জোগাড় করতে খুবই হিমশিম খেতে হচ্ছে। এভাবে যদি খাবার পাওয়া যেত তবে পরিবারের লোকেরা অন্তত খেয়ে বেচে থাকতে পারে।