মোঃ সাজ্জাদুল আযম সাজ্জাদ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলার ৩২টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের নিয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (বিকাস) এর কমিটি গঠন করা হয়েছে।
গতকাল ১৩ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০টায় মুন্সিপাড়া ডিজিটাল স্কুল এন্ড কলেজে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক শাহজাহান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় সর্ব সম্মতি ক্রমে মোঃ আবু সোয়ায়েব কে সভাপতি ও মোঃ মোস্তাফিজুর রহমান হিরো সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ঠ বোচাগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকাস) এর কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ মাইন উদ্দিন চিশতী, সহ-সাধারণ সম্পাদক মোঃ লাইছুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ নাজমুল হক সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ আসান হাবীব, প্রচার সম্পাদক মোঃ তাফসীর হাসান, সদস্য মোছাঃ সুরজাহান বেগম সুর্বনা, সদস্য লিয়াকত আলী।